হাড় জোড়া রোগে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

হাড় জোড়া রোগে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী

পরামর্শ গ্রন্থনায়, বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিজএবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডা: মো: সফিউল্যাহ প্রধান সহ: অধ্যাপক, চীফ কনসালটেন্ট, ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি:।

ডা: মো: সফিউল্যাহ প্রধান বলেন-

১। ব্যথা নিরাময়ে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী। এছাড়াও-

২। মাংস পেশির খিচুনী, চাবানো, কামড়ানো, অবশ বা প্যারালাইসিস সমস্যা কমাতে;

৩। জটিলতা প্রতিরোধ করার জন্য;

৪। দুর্বল ও ক্ষয়প্রাপ্ত মাংসপেশির সবলতা আনয়ন ও অস্থিসন্ধিকে দৃঢ় করার জন্য;

৫। মাংসপেশির শক্তি, আকার, ক্রিয়ার অসমতাজনিত বেদনা, বক্রতা ও বিকৃতি প্রতিরোধ ও আরোগ্য করার জন্য;

৬। হাড় জোড়ার অচলতা প্রতিরোধ করা ও সচল রাখা;

৭। অনম্য হাড় জোড়ার সঞ্চালন শক্তি পুন:প্রতিষ্ঠা করা;

৮। সংশ্লিষ্ট অঙ্গের কর্মক্ষমতা রাখা ও পুন:প্রতিষ্ঠা করা;

৯। মাংশপেশীর অসমস্থিত, অসহযোগী ও অসঙ্গতিপূর্ণ সঞ্চালন প্রতিরোধ করা;

১০। সুন্দর সুঠাম দেহ রক্ষা গঠন করা;

১১। জয়েন্টের রেঞ্জঅব মোশন ঠিক রাখা;

১২। জোড়া ও মাংসপেশীর রক্ত সঞ্চালন ঠিকমত রাখা;

১৩। হাড় ক্ষয় ও ছিদ্র রোগ থেকে দেহকে বাঁচানো;

১৪। দেহের সমবস্থা ঠিক রাখতে;

১৫। ব্যথা ও অসারতা কমাতে;

১৬। শরীরের ওজন ঠিক রাখতে;

১৭। মানসিকভাবে সুস্থ থাকতে;

১৮। রক্ত ও রক্তনালী রোগ সারাতে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী।

ডা. মো: সফিউল্যাহ্ প্রধান
বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
এপয়েন্টমেন্ট পেতে ফোন: 09 666 77 44 11 অথবা 0199-7702001-2

মেডিকেলবিডি/এএনবি/ ৩০ জুন, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

17 + 16 =