
হাড় জোড়া রোগে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী
পরামর্শ গ্রন্থনায়, বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিজএবিলিটি ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডা: মো: সফিউল্যাহ প্রধান সহ: অধ্যাপক, চীফ কনসালটেন্ট, ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি:।
ডা: মো: সফিউল্যাহ প্রধান বলেন-
১। ব্যথা নিরাময়ে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী। এছাড়াও-
২। মাংস পেশির খিচুনী, চাবানো, কামড়ানো, অবশ বা প্যারালাইসিস সমস্যা কমাতে;
৩। জটিলতা প্রতিরোধ করার জন্য;
৪। দুর্বল ও ক্ষয়প্রাপ্ত মাংসপেশির সবলতা আনয়ন ও অস্থিসন্ধিকে দৃঢ় করার জন্য;
৫। মাংসপেশির শক্তি, আকার, ক্রিয়ার অসমতাজনিত বেদনা, বক্রতা ও বিকৃতি প্রতিরোধ ও আরোগ্য করার জন্য;
৬। হাড় জোড়ার অচলতা প্রতিরোধ করা ও সচল রাখা;
৭। অনম্য হাড় জোড়ার সঞ্চালন শক্তি পুন:প্রতিষ্ঠা করা;
৮। সংশ্লিষ্ট অঙ্গের কর্মক্ষমতা রাখা ও পুন:প্রতিষ্ঠা করা;
৯। মাংশপেশীর অসমস্থিত, অসহযোগী ও অসঙ্গতিপূর্ণ সঞ্চালন প্রতিরোধ করা;
১০। সুন্দর সুঠাম দেহ রক্ষা গঠন করা;
১১। জয়েন্টের রেঞ্জঅব মোশন ঠিক রাখা;
১২। জোড়া ও মাংসপেশীর রক্ত সঞ্চালন ঠিকমত রাখা;
১৩। হাড় ক্ষয় ও ছিদ্র রোগ থেকে দেহকে বাঁচানো;
১৪। দেহের সমবস্থা ঠিক রাখতে;
১৫। ব্যথা ও অসারতা কমাতে;
১৬। শরীরের ওজন ঠিক রাখতে;
১৭। মানসিকভাবে সুস্থ থাকতে;
১৮। রক্ত ও রক্তনালী রোগ সারাতে মেডিকেল বা থেরাপিউটিক এক্সারসাইজ খুবই কার্যকরী।
ডা. মো: সফিউল্যাহ্ প্রধান
বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
এপয়েন্টমেন্ট পেতে ফোন: 09 666 77 44 11 অথবা 0199-7702001-2
মেডিকেলবিডি/এএনবি/ ৩০ জুন, ২০২০