কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন






মেডিকেল টেস্ট এবং তাদের প্রয়োগ


মেডিকেল টেস্ট এবং তাদের প্রয়োগ

CBC (Complete Blood Count)

  • জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
  • শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
  • রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
  • শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
  • রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
  • রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
  • ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

Urine R/E

  • ইনফেকশন আছে কিনা, থাকলে সিভিয়ারিটি কতটুকু।
  • ডায়াবেটিস আছে কিনা।
  • প্রোটিন যায় কিনা।
  • রক্ত যায় কিনা।
  • কিডনীতে পাথর আছে কিনা।

RBS (Random Blood Sugar)

ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

Serum Creatinine

যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়। (প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এই টেস্ট করা উচিত।)

Lipid Profile

রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়। হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

Serum Bilirubin

জন্ডিস আছে কিনা দেখা হয়। তবে এটা একদম প্রাথমিক টেস্ট। জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

SGPT/SGOT

লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়। লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

Serum Electrolyte

রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়। শরীর দূর্বল লাগলে, বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

HBsAG

জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরীক্ষা করা হয়।

HBA1c

গত কয়েক মাসে রক্তে গ্লুকোজের পরিমাণ কিরকম ছিলো সেটার গড় নির্ণয়ের জন্য করা হয়।

LFT

লিভারের সমস্যা বুঝতে এ পরীক্ষা করা হয়।

BT CT

রক্তরোগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।

Via Test

সার্ভিক্সের বা জরায়ুর ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরীক্ষা করা হয়।

TSH

Thyroid stimulating hormone এই পরীক্ষা হরমোন নির্ণয়ের জন্য করা হয়।

ECG (Electrocardiogram)

হৃদরোগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

Echo (Echocardiogram)

হৃদরোগের অবস্থা বোঝার জন্য এডভান্স টেস্ট।

Chest X-ray

বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

two + 12 =