বিপিএর সাধারন নির্বাচনে ডাঃ আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট এবং তৌহিদুজ্জামান লিটু জেনারেল সেক্রেটারি নির্বাচিত

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর কার্যকরী নির্বাহী কমিটির সাধারণ নির্বাচন ২০২৩ শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ডা:আব্দুল্লাহ আল মামুন প্রেসিডেন্ট এবং এড: ডা: মো: তৌহিদুজ্জামান জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।

গতকাল ১ লা মে ২০২৩ রোজ সোমবার আগারগাঁও আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ডা:আব্দুল্লাহ আল মামুন কে প্রেসিডেন্ট ও ডা: তৌহিদুজ্জামান কে জেনারেল সেক্রেটারি করে ভোটের মাধ্যমে নির্বাচিত ২৮ সদস্য বিশিষ্ট কমিটিকে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কারী নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ডা: টি এম মনজুরুল ইসলাম।
নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন:
ভাইস প্রেসিডেন্ট হিসেবে ডা:প্রদীপ কুমার সাহা ,ডা: সফিউল্লাহ প্রধান, ডা:আরিফ জুবায়ের, ডা:মহসীন কবীর লিমন, ডা:মাজহারুল ইসলাম অনু, ডা: মোহাম্মদ মাহতাব উদ্দিন এবং ডা:মোসলেম পাটোয়ারী.
জয়েন্ট সেক্রেটারি হিসেবে ডা:মিজানুর রহমান, ডা:আনিসুজ্জামান,ডা: তোফায়েল তপু, ডা:নাজমুল ইসলাম.
অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে ডা:মো:আলাউদ্দিন;
সহকারী অর্গানাইজিং সেক্রেটারি ডা:আবু ওবায়দা;
ট্রেজারার হিসেবে ডা:শাওন;
এডুকেশন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে ডা:মুরাদ হোসাইন মেহেদী;
কালচারাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি হিসেবে ডা:মকবুল হোসাইন বেলাল;
সাইন্স এন্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার সেক্রেটারি হিসেবে ডা:তরিকুল ইসলাম;
রিসার্চ এন্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে ডা:আশিষ মন্ডল অপু;
অফিস সেক্রেটারি হিসেবে ডা:তরিকুল ইসলাম;
প্রেস এবং পাব্লিক রিলেশন সেক্রেটারি হিসেবে ডা: শান্তনু বাড়ৈ;
ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে ডা:মারুফা মান্নান;
এক্সিকিউটিভ মেম্বার হিসেবে
ডা:মো: মাহাবুব আলম অপু
ডা:আব্দুল্লাহ আল রোমান
ডাঃ আবু বকর আফরান
ডা:নুজাইম প্রান্ত
ডা:সাইফুল ইসলাম
নির্বাচিত হন।
নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগের আহবায়ক কমিটিকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় এবং “এনএএনএল ডিক্লেয়ারেশন ২০২৩” কে গ্রহণ করা হয়।
নবনির্বাচিত কার্যকরী কমিটি সুষ্ঠু ও গনতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ায় সাধারণ সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন এবং বিপিএ নতুনভাবে গতি প্রাপ্ত হয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

five + 3 =