
ব্যথা ও শারীরিক পঙ্গুত্বে পুনর্বাসন চিকিৎসা বা Rehabilitation Therapy
মেডিকেল পুনর্বাসন বলতে দৈহিক, মানসিক, সামাজিক ও আর্থিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করাকে বোঝায়। পুনর্বাসন প্রক্রিয়া চিকিৎসার শুধু অংশ নয়, বরং চিকিৎসার মূল লক্ষ্যই হল পুনর্বাসন। জটিলতা প্রতিরোধ করার জন্য ব্যায়ামসহ পুনর্বাসন প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজন। সুনির্দিষ্ট চিকিৎসার অংশ হিসেবে এবং মূল লক্ষ্য সামনে রেখে প্রারম্ভেই পুনর্বাসন প্রক্রিয়া অবশ্যই চালাতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া দলগত কাজ। পুনর্বাসন নিয়োজিত চিকিৎসকসহ সব সদস্যের কার্যক্রমকে পুনর্বাসন প্রক্রিয়া বোঝায়।
নিম্নলিখিত জটিলতাগুলো প্রতিরোধ করার জন্য পুনর্বাসন চিকিৎসা প্রয়োজন:
* মাংসপেশির ক্ষয়প্রাপ্ততা ও দুর্বলতা অঙ্গের অসামঞ্জস্যতা (Wasting, weakness, dissimilarity of muscles);
* গিরায় অনম্যতা, অচলতা ও পারিপার্শ্বিক সংযুক্তি (Stiff joint, immobility and peri articular adhesion);
* বিছানা ক্ষত (Bedsore);
* শ্বাস-প্রশ্বাস যন্ত্রে সংক্রমণ (Respiratory tract infection);
* মূত্রনালি, মূত্রাশয় ও বৃত্তে সংক্রমণ (Urinary tract infection);
* শিরাগত অন্তর্তঞ্চন (Venous thrombosis);
* ফোলা ও বেদনা (Sweftling and Pain);
* মানসিক দুর্বলতা (Mental Weakness);
* স্নায়ুবিক রোগ (Neurological disease);
* দুর্ঘটনা বা আঘাত (Trauma or Accidental);
* রসাময়িক ও দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক অক্ষমতা (Acute and Chronic Physical and Mental Disabilitation)।
ডা. মো: সফিউল্যাহ্ প্রধান
বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব–ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি: (১২/১ রিং–রোড, শ্যামলী, ঢাকা–১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
এপয়েন্টমেন্ট পেতে ফোন: 09 666 77 44 11 অথবা 0199-7702001-2
মেডিকেলবিডি/এএনবি/০২ জুলাই, ২০২০