দুইজন মায়ের ডিম্বাণু নিয়ে এক সন্তানের জন্ম দিয়েছেন চিকিৎসকরা যা বিশ্বের ইতিহাসে এই প্রথম। গ্রিস ও স্পেনের চিকিৎসকদের একটি দল দুই নারীর ডিম্বাণুর সঙ্গে এক পুরুষের শুক্রাণুর মিলন ঘটিয়ে এই সন্তান জন্মদানে সফলতা অর্জন করেন। গত ৯ এপ্রিল ২০১৯ ওই শিশুর জন্ম হয়েছে বলে আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। জন্মের সময় শিশুটির ওজন হয় ২.৯ কেজি ছিল।
শিশু ও তার জন্মদাত্রী মায়েরা সুস্থ রয়েছেন। যে পদ্ধতি অবলম্বন করে এই সন্তান জন্ম দেয়া হয়েছে তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘আইভিএফ’। এই আইভিএফ পদ্ধতি অবলম্বনে দুই নারীর এক সন্তান জন্মদান চিকিৎসা পদ্ধতি বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
গ্রিসে যে নারীর ওপর আইভিএফ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার বয়স ৩২ বছর। সেই নারী আইভিএফ-এর চারটি ব্যর্থ প্রক্রিয়া সহ্য করার পর ৫ম বারের সময় গর্ভধারণে সক্ষম হয়েছেন। ড. প্যানাজিয়োটিস পিসাথাস বলেন, একজন নারীর নিজের জেনেটিক উপকরণ দিয়ে মা হওয়ার যে অধিকার তা আজ বাস্তবে প্রমাণিত হল।