পাকস্থলির ক্যান্সারের কারণ ও লক্ষণগুলো কি কি?

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

পাকস্থলীতে যে ক্যান্সার হয় তাকে আমরা পাকস্থলীর ক্যান্সার বলি। পাকস্থলীর ক্যান্সারকে গ্যাস্ট্রিক ক্যান্সার ও  বলা হয়। পাকস্থলীর ক্যান্সারের মধ্যে সব থেকে কমন ক্যান্সার হল এডিনোকারসিনোমা। পাকস্থলীর ক্যান্সার সাধারণত ৫০ বছরের অধিক বয়সের পুরুষদের বেশি হয়।

কারণসমূহঃ

  • ধূমপান।
  • মদ্যপান।
  • হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার কারণে।
  • অতিরিক্ত লবণ-যুক্ত খাদ্য, আধাসেদ্ধ খাবার এবং প্যাকেটজাত খাবার খেলে।
  • পূর্বে কোনো কারণে পাকস্থলির অংশ বিশেষ কেটে বাদ দেওয়া হলে।
  • পারনিসিয়াস এ্যানিমিয়া রোগে আক্রান্ত রোগীদের পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে।

কাদের হওয়ার সম্ভাবনা বেশিঃ

  • যারা লবণ বেশি খায়
  • যারা ধূমপান করে
  • এফ্লাটক্সিন ফাঙ্গাস থাকে এমন খাবার খেলে
  • পরিবারে কারো থাকলে
  • হেলিকোব্যাক্টার পাইলোরিতে ইনফেকশন হলে
  • অনেক দিন ধরে পাকস্থলিতে ইনফেকশন হলে
  • পারনিসিয়াস এনিমিয়া থাকলে
  • স্টোমাক পলিপ

ইউটিউব এ সাবস্ক্রাইব করুন

লক্ষণসমূহঃ

  • প্রথমদিকে কোনো লক্ষণ নাও থাকতে পারে।
  • আলসারের মতো পেটে ব্যথা হতে পারে।
  • খাওয়ার অরুচি, বমি বমি ভাব থাকে।
  • রক্তবমি, রক্ত পায়খানা, বদহজম থাকতে পারে।
  • শরীরের ওজন কমে যাওয়া, ক্লান্তি ভাব।
  • রক্তস্বল্পতা জন্ডিস হতে পারে, পেটে পানি আসতে পারে।
  • পেটে হাত দিলে চাকা হাতে লাগবে।
  • খাওয়ার পর পেট অনেক ফুলে যায় মনে হয়।
  • অল্প খেলেই পেট ভরে যায়।

কয় ধরনের পাকস্থলির ক্যান্সার আছেঃ

  • এডেনোকারসিনোমা
  • লিম্ফোমা
  • কারসিনোয়েড ক্যান্সার
  • গ্যাস্ট্রোইন্টেসটাইনাল স্ট্রোমাল টিউমার

ইউটিউব এ সাবস্ক্রাইব করুন

করণীয়ঃ

উপযুক্ত লক্ষণসমূহ অনুভূত হলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ রোগের প্রথম দিকে ধরা পড়লে অপারেশনের মাধ্যমে কেটে বাদ দেওয়া যেতে পারে কিন্তু প্রথমে চিকিৎসা না করালে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে।

মেডিকেলবিডি ডট ইনফো (www.medicalbd.info) প্রচারিত সকল তথ্য সমসাময়িক বিজ্ঞানসম্মত উৎস/ সরাসরি ডাক্তার থেকে সংগৃহিত এবং এসকল তথ্য কোন অবস্থাতেই সরাসরি রোগ নির্ণয় বা চিকিৎসা দেয়ার উদ্দেশ্যে প্রকাশিত নয়। জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি মেডিকেলবিডি ডট ইনফো (www.medicalbd.info) লক্ষ্য।

আরও পড়ুনঃ পাইলস বা অর্শ রহস্যাবৃত একটি স্বাস্থ্য সমস্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

nineteen − 17 =