প্রশ্নঃ স্যার ঘাড় ও পিঠের ব্যথা সাধারনত কি কারনে হয়ে থাকে?
উত্তরঃ
ঘাড় ও পিঠ ব্যথার নানা বিধ কারন রয়েছে যেমন রোগীর ঘাড় বা মেরুদন্ডের অস্বাভাবিক অবস্থান যেটা হতে পারে কম্পিউটিং এর সময়, টেলিভিশন দেখার সময়, খেলাধুলা বা শখের কাজের সময়, দৈনন্দিন কাজের সময়, শোয়ার সময় বালিশ বা বিছানার ভূল ব্যবহার। অনেক সময় ঘাড় বা পিঠে আঘাত পেলে, মাংষপেশী হঠাৎ ছিড়ে গেলে বা মচকালে, মেরুদন্দের হাড় ক্ষয় রোগ যেমন আর্থ্রাইটিস, ঘাড় ও পিঠের ডিস্কের সমস্যা, বিভিন্ন রোগ, স্ট্রেচ, নার্ভের সমস্যা বা হাড় ভেঙ্গে গেলে। আর ৪০ উর্ধ্বো প্রতেক নরনারীর ঘাড়ও পিঠের ব্যথার বেশীর ভাগ কারন স্পনডাইলোসিস। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এ সমস্যা বেশী দেখা দেয়।
আর বাংলাদেশের প্রেক্ষাপটে এ সমস্যা অনেক বেশী তার কারনের মধ্যে অত্যধিক পরিশ্রম, ভার বা ওজন বেশী বহন, শ্রমিক পেশাজিবী বেশী, কাজকর্ম বা চালফেরায় নানাবিধ অজ্ঞতা, অপূষ্টি জনিত সমস্যাই বেশী।
পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
সিরিয়ালের জন্য ফোন: ০১৯৯-৭৭০২০০১-২ অথবা ০৯ ৬৬৬ ৭৭ ৪৪ ১১
medicalbd সাস্থের সকল খবর।

