
করোনা ভাইরাস সম্পর্কে যেসব বিষয় না জানলেই নয়!
মেডিকেলবিডি ডেস্ক: করোনা ভাইরাস অতি বৃহৎ পরিসরে (MERS-CoV) অর্থাৎ মিডেলইস্ট রেসপাইরেটরি সিনড্রোম এবং (SARS-CoV) অর্থাৎ সিভিয়ার একিউট রেসপাইরেটরি সিনড্রোম করে থাকে। নোভেল করোনা ভাইরাস (NCoV), ভাইরাসটির একটি সম্পূর্ণ নতুন স্ট্রেন যা পূর্বে মানুষের মধ্যে সনাক্ত করা যায়নি।
করোনা ভাইরাসগুলি জেনেটিক অর্থাৎ তারা প্রাণী বা মানুষের মধ্যে সঞ্চারিত হয়। গবেষণায় দেখা গেছে SARS-CoV বিড়াল থেকে মানুষের মধ্যে এবং MERS-CoV উট থেকে মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছিল। তবে আমার কথা হলো এমন অনেক করোনা ভাইরাস রয়েছে যেগুলো মানুষের শরীরে এখনো সংক্রামিত করেনি।
নোভেল করোনা ভাইরাস সংক্রামনের সাধারণ লক্ষণগুলোর মধ্যে প্রধানত রয়েছে- জ্বর, কাশি, শ্বাসকষ্ট, তীব্র লক্ষণগুলোর মধ্যে রয়েছে নিউমেনিয়া, SARS, কিডনি ফেইলিওর এমনকি মৃত্যু পর্যন্ত।
কিভাবে বুঝবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত? যদি কোনো ব্যক্তি করোনো ভাইরাসে আক্রান্ত হয় তবে সাধারণত আক্রান্ত হবার ১৫ দিনের মধ্যে রোগী উপরোক্ত লক্ষণগুলো প্রদর্শন করবে। যদি কেউ উপরোক্ত লক্ষণ প্রকাশ করার ৩ দিনের মধ্যে সুস্থ না হোন তবে অতি দ্রুত আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হোন। তিনি রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবেন আপনি আক্রান্ত আছেন কিনা।
আমার মতে করোনা ভাইরাস প্রতিষেধক হতে প্রতিরোধ করাই উত্তম। যেভাবে করোনা ভাইরাস হতে প্রতিরোধ পাওয়া যাবে-
১। মাস্ক ব্যবহার করা;
২। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা;
৩। পরিস্কার পরিচ্ছন্ন থাকা;
৪। হাচি, কাশির সময় মুখে রুমাল ব্যবহার করা;
৫। সাবান দিয়ে হাত পরিস্কার করা অথবা Hand Sanitizar যেমন- Hexsal ব্যবহার করা;
৬। মাছ, মাংস, ডিম ইত্যাদি ভালোভাবে সিদ্ধ করে খাওয়া;
৭। কাঁচা মাংস বা আগুনে ঝলসানো মাংস (বার-বি-কিউ) এড়িয়ে যাওয়া;
৮। সর্বোপরি পার্সোনাল হাইজিন মেনে চলা।
উপরোক্ত উপদেশসমূহ মেনে চললে করোনা ভাইরাসসহ যেকোনো ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত অসুখ থেকে মুক্ত হতে পারবেন। মনে রাখবেন প্রতিষেধক থেকে প্রতিরোধক সবসময় উত্তম।
ডা: মো: রহমতউল্যাহ (শুভ)
এম,বি,বি,এস (চায়না)
ইন্টার্ণ চিকিৎসক নোয়াখালী সদর, হাসপাতাল।
মেডিকেলবিডি/এএনবি/ ০৮ মার্চ, ২০২০