
দাম্পত্য কলহ
কথায় আছে দাম্পত্য জীবন যদি সুখের না হয়, সেই দম্পতির জীবনে ভালো কিছুই আশাই করা যায় না। কারণ স্বাস্থ্য যেমন সুখের মূল, ঠিক তেমনি বিয়ের পর দাম্পত্য জীবনটাও খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক যেমন আর যার সাথেই হয়ে থাকুক না কেন কমবেশি সমস্যা তো হবেই এটাই স্বাভাবিক। আর সম্পর্ক যদি হয়ে থাকে দাম্পত্যের তাহলে তো কথাই । তাহলে দেখে নিন দাম্পত্য জীবনে কয়েকটি অতি পরিচিত সমস্যা যা পরবর্তীতে মহামারী আকারে দেখা দেয়।
স্ত্রী যদি চাকুরিজীবি হয়
এমন অনেক পরিবার আছে যেখানে স্ত্রীদের চাকরি করাটা মোটেও পছন্দ করেন না। এই ব্যাপারটি নিয়েও শুধু স্বামীর সাথেই সমস্যা হয়না পরিবারের অন্যদের সাথেও সমস্যা হয়ে থাকে। কিন্তু সবারই স্বাধীনতা থাকা উচিত। সবসময় ভাল চিন্তা করা উচিত। একজন নারী যদি শিক্ষিত হয়ে থাকে তার অবশ্যই অধিকার আছে কোন কিছু করার। তাই এই স্বাধীনতায় বাধা না দেয়াই ভাল। কিন্তু আবার অনেক ক্ষেত্রেই এটা বিশাল সমস্যার সৃষ্টি করে থাকে। বিশেষত দাম্পত্য জীবনে ও সংসার পরিচালনায়। যেহেতু দুজনই চাকুরিজীবি তাই চাই দুজনই চাকুরি শেষে বাসায় বিশ্রাম নিতে কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলোতে দেখা দেয় সমস্যাটা এখানেই, যেহেতু কাজের জন্য কাউকে রাখার মত সামর্থ থাকে না, তাছাড়াও আরো নানা প্রকার সমস্যারও কারণ এই বিষয়টি হতে পারে।
অতীত প্রেমের রেকর্ড
বেশিরভাগ দাম্পত্য সম্পর্কেই অতীতের যে কোন কিছু নিয়ে সমস্যা দেখা দেয় যা খুবই স্বাভাবিক ও পরিণামে মারাত্বক একটি বিষয়। তবে মানুষের জীবনে অতীত থাকতেই পারে তাই বলে এই ব্যাপারগুলো নিয়ে হয়তো সমস্যা তৈরি করা ঠিক নয়। বরং বর্তমানে আপনার সঙ্গী কেমন সেদিকেই নজর দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজ ব্যস্থাতেও দরকার কিছুটা পরিবর্তন কারণ, যেহেতু বিয়ের পর কোন স্বামীই তার স্ত্রীর অতীত প্রেম বা স্ত্রী তার স্বামীর অতীত প্রেম সহজে মেনে নিতে পারে না। আগে থেকেই সাবধান থাকা অতীব জরুরী সুখী দাম্পত্য জীবনের জন্য।
আর্থিক টানপুড়ান
পরিবারের অর্থ নিয়ে সমস্যা হতেই পারে। কারণ সবার দৈনন্দিন জীবন একরকম যায়না ও সবার আর্থিক অবস্থা একরকম নয়। কিন্তু বেশিরভাগ পরিবারেই অর্থ নিয়ে বেশ ঝামেলা হয়ে থাকে। দাম্পত্য জীবনে দুটি মানুষেরই বুঝতে হবে যে আর্থিক সমস্যা হতেই পারে তা নিয়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই। বরং এইরকম সমস্যায় একে অপরকে সহযোগিতা করা উচিত।
পারিবারিক জটিলতা
সব পরিবারেই সমস্যা থাকে। আর পারিবারিক সমস্যাগুলো হয়ে থাকে বিশেষ করে, বউ-শাশুরি, ভাবি-ননদ, দেবর-ভাবি অথবা পরিবারের অন্য কোন মানুষের সাথে। এই বিষয়গুলো নিয়েও দাম্পত্যে অনেক সমস্যা হয়ে থাকে। তাই পরিবারের কোন ব্যক্তির সাথে সমস্যা হলে প্রথমেই সঙ্গীকে বলে রাখা ভাল। দাম্পত্যে একে অপরের যোগাযোগ দাম্পত্যের বয়স যতই হয়ে থাকুক না কেন। নিজেদের মধ্যে ভাল যোগাযোগ রাখতে গেলেও অনেক সময় সমস্যার তৈরি হয়। কারণ স্বাভাবিক ভাবেই পুরুষেরা কাজ নিয়ে বাইরে ব্যস্ত থাকেন। বাড়ি ফেরার পর ক্লান্ত থাকেন। তখন হয়তো স্ত্রীর সাথেও সময় কাটাতে ভাল লাগেনা। এবং এই তুচ্ছ ব্যাপারটি নিয়েই দাম্পত্যে সমস্যার তৈরি হয়।
সন্তান-সন্তুতি নিয়ে জটিলতা
সন্তানের স্কুল, লেখাপড়া, খাওয়া-দাওয়া, আচার-ব্যবহার অনেক কিছু নিয়েই সমস্যা তৈরি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। কিন্তু সন্তানেরা ভুল করতেই পারে তাই বলে এই বিষয় নিয়ে খুব ঝামেলা না করাই ভাল। মাথা ঠাণ্ডা রেখে সমস্যা সমাধান করা উচিত।
অবমূল্যায়ন
অনেক স্বামী ও স্ত্রী আছেন যারা কিনা একে অপরের কথা, সিদ্ধান্ত, ভাল-মন্দ কোন কিছুই মূল্যায়ন করতে চান না। কোন সমস্যা হলেও তা পাত্তা দেন না। এমনটা যে কোন দাম্পত্য জীবনে থাকলে তা কখনোই সুখের হতে পারেনা। তাই সঙ্গীকে যথেষ্ট মূল্যায়ন করা উচিত।
একে অপরের বিপরীত ধর্ম
যদিও এই বিষয়টি বাংলাদেশে খুব কমই দেখা যায় কিন্তু বর্হিবিশ্বে এটি খুবই বেশি। তাছাড়া বহু বছর আগে থেকেই আমাদের সমাজে ও দেশের বাইরে ভিন্ন ধর্মের ছেলে-মেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে আসছেন এমনকি এখনও হচ্ছে তবে পশ্চিমা বিশ্বের চেয়ে তুলনামূলক কম। যেহেতু এমন বিয়েতে ছেলে ও মেয়ে কারো পরিবার রাজি থাকেন না। তাই দুজনকে পরিবার ছাড়া অন্য কোথাও থাকতে হয়। আর তখনই দেখা দেয় নানা ধরনের সমস্যা। ধর্ম যেহেতু বিপরীত তাই অনেক কিছুই একজনের সাথে অন্যজনের মিলে না ও উভয়ের পরিবার থেকে সমস্যা তো থাকেই। আর এটি একটি গুরুত্বপূর্ণ অন্তরায় দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে চলা উচিত।
ডাঃ এ, কে, এম সুজাউর রহমান
মেডিসিন, চর্ম ও যৌন ইউনিট
মেডিসিন, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব লি:
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: সন্ধ্যা ৬.৩০ – রাত ৯.৩০ টা
(শুক্রবার)
medicalbd সাস্থের সকল খবর।
