আগামী ২ মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ – স্বাস্থ্যমন্ত্রী

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে আগামী ২মাসের মধ্যে । আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। ‘হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট কাটানোর জন্য ১০ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যেই ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে কোনো চিকিৎসক সংকট থাকবে না’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তাছাড়া স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশন কয়েকটি হাসপাতালে গিয়েছিল ডাক্তারদের উপস্থিতি দেখার জন্য। যদি কেউ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন, এটাও একধরনের দুর্নীতি। তাঁরা কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এগুলো দেখছি, নিজস্ব নীতিমালার মধ্যে থেকে কোনগুলো গ্রহণ করব, এটা আমরা দেখব। তবে মন্ত্রণালয়ে যাতে দুর্নীতি না হয়, সে ব্যাপারে অবশ্যই চেষ্টা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

12 − two =