সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আঁচিল দূর করুন

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

আঁচিল খুবই বিরক্তিকর একটি বিষয় যা সৌন্দর্যকে নষ্ট করে। মুখের এখানে ওখানে আঁচিল হলে মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তবে কিছু উপায় আছে যেগুলো ঘরে বসে মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নিই আঁচিল সমস্যার ঘরোয়া সমাধান সমাধান।

০১. রসুন এর ব্যবহার

আমরা জানি ত্বকের যত্নে রসুন খুবই উপকারী। রসুনে রয়েছে অ্যালিসিন। অ্যালিসিন অ্যান্টি-মাইক্রোবিয়াল। রসুন থেঁতো করে আঁচিলের জায়গায় লাগালে উপকার পাবেন।

আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোন তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন

০২. বেকিং পাউডার এর ব্যবহার

ঘরে বসেই ক্যাস্টর অয়েল এবং বেকিং পাউডারের একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটা আঁচিলের উপর ভালো করে লাগিয়ে বেঁধে রাখুন জায়গাটা। সারারাত এভাবে রাখুন। দু-তিন দিন পর থেকেই ফল পেতে শুরু করবেন। দেখবেন ধীরে ধীরে আঁচিল অদৃশ্য হয়ে যাচ্ছে।

০৩. অ্যাপল সাইডার ভিনেগার এর মিশ্রণ

আঁচিলের উপর  ভিনেগারে ভেজানো তুলো রেখে দিন সারা রাত। এভাবে ৫ দিন করুন। অ্যাপল সাইডার ভিনেগারে প্রচুর অ্যাসিড রয়েছে। এই অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেয়।

০৪. কলার খোসার ব্যবহার

যখনি কলা খাবেন খোসাটা ফেলবেন না। খোসার উৎসেচক ত্বককে রক্ষা করে। রোজ কলার খোসা আঁচিলের উপর ঘষলে খুব দ্রুতই ভাল ফল পাবেন।

০৫. অ্যালভেরা এর ব্যবহার

একটা অ্যালভেরার পাতা কেটে নিন। ভিতরের থকথকে জেলিটা আঁচিলের জায়গায় লাগিয়ে দিন। কয়েকদিন করলেই আঁচিল শুকিয়ে যাবে। নিজে থেকে ঝরেও যাবে। অ্যালোভেরার মধ্যে উপস্থিত ম্যালিক অ্যাসিড আঁচিল দূর করতে খুবই সহায়ক।

আশা করা যায় যদি ভালোভাবে এগুলো মেনে চলতে পারেন তাহলে খুব দ্রুতই ভালো ফল পাবেন। আর পাশাপাশি চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ নিতে কোনপ্রকার ব্যতিক্রম সমস্যা দেখা দিলে। কারণ মুখ দেহের সৌন্দর্যের একটি অন্যতম অংশ।

ডাঃ সাঈদা শারমিনা রহমান
চর্ম ও যৌন রোগ ইউনিট
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
চেম্বার: ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব লি:
(১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
ফোনঃ ০৯৬৬৬ ৭৭ ৪৪ ১১
সক্ষাতের সময়: রাত ৮টা – রাত ৯টা
(শনি, সোম, মঙ্গল, বুধ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

seven + 5 =