পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও চিকিৎসা সেবায় আস্থা

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড

পেইন প্যারালাইসিস ও রিহেব-ফিজিও চিকিৎসাসেবায় আস্থা- “আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল” স্লোগান নিয়ে শ্যামলীর প্রাণকেন্দ্র রিং রোডে নিজস্ব ভবনে অবস্থিত ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি:। ২০০৪ সালে যাত্রা শুরুর পর অপারেশনবিহীন আন্তর্জাতিকমানের রিহেব-ফিজিও চিকিৎসাসেবায় এই প্রতিষ্ঠানটি অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ যন্ত্রপাতি, বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, প্রশিক্ষিত টেকনোলজিস্ট ও দীর্ঘ দিনের অভিজ্ঞতায় বর্তমানে এটি একটি মানসম্মত হাসপাতাল।

চিকিৎসা সেবা সমূহ

ডিপিআরসি হাসপাতালে অপারেশনবিহীন হাঁটু, কোমর ব্যথা ও ঘাড় ব্যথা, মেরুদন্ডের ব্যথার চিকিৎসা করা হয়। এছাড়াও সব ধরনের আর্থাইটিস, স্পন্ডালাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, হাড় ও কোমর জোড়ার ক্ষয়, স্ট্রোকজনিত প্যারালাইসিস ও স্ট্রোক পরবর্তী চিকিৎসা (শরীরের এক পাশে বা উভয় পাশে প্যারালাইসিস), অপারেশনের পর হাত পা শুকিয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার

অভিজ্ঞ রিহাব-ফিজিও বিশেষজ্ঞ ডা. সফিউল্যাহ্ প্রধানের তত্বাবধানে ডিপিআরসি হাসপাতালটি পরিচালিত। এই হাসপাতালের মূল বৈশিষ্ট হচ্ছে এর অত্যাধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা। এটি বাংলাদেশের একমাত্র হাসপাতাল যেখানে অত্যাধুনিক কাপিং থেরাপি করা হয়। এছাড়াও লেজার, ইলেক্ট্রোমেগনেটিক রেডিয়েশন, ড্রাই নিডেলিং, শর্টওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড, অতিলোহিত রশ্মি, রোবটিক গেইট ট্রেইনার, আকুপাংচার ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে এখানে। পুরষ ও নারীদের জন্য রয়েছে আলাদা আলাদা ফিজিওথেরাপিস্ট ও টেকনিশিয়ান।

আধুনিক ডায়াগনষ্টিক ল্যাব

দ্রুত সময়ের মধ্যে নির্ভুল রির্পোটের নিশ্চয়তায় আস্থার সাথে কাজ করে যাচ্ছে ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ল্যাব লি:। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক অটোমেটিড মেশিনারিজ এর মাধ্যমে অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা অল্প সময়ে বিশেষজ্ঞ প্যাথলজিস্ট এর মাধ্যমে রিপোর্ট প্রদান করার ব্যবস্থা।

  • সকল ধরনের হরমোন টেস্ট।
  • আর্থ্রাইটিস রোগের টেস্ট।
  • ইনফারটিলিটি টেস্ট।
  • প্যারালাইসিস নির্ণয় টেস্ট।
  • সকল ধরনের মাইক্রোবায়োলজী টেস্ট।
  • ব্যাকটেরিয়াল ইনফেকশন।
  • ডায়াবেটিস এর সকল প্রকার টেস্ট করা হয়।
  • ক্যান্সার মার্কার।
  • টিবি/যক্ষা রোগ নির্ণয়।
  • বাত ব্যথা নির্ণয় টেস্ট।
  • সকল ধরনের হেমাটোলজী টেস্ট।
  • সকল ধরনের সেরোলজী টেস্ট।
  • ইমোনোলজি টেস্ট।
  • ক্লিনিক্যাল প্যাথলজী।
  • হিস্টো প্যাথলজী।
  • সাইটোলজী।
  • সকল ধরনের বায়োকেমিস্ট্রি টেস্ট।

বিভাগসমূহ

এখানে রয়েছে পেইন ক্লিনিক, প্যারালাইসিস রিহেব সেন্টার, আর্থাইটিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, রিহ্যাবিলিটেশন সেন্টার, বাতজ্বর ও বাত রোগ সেন্টার ইত্যাদি। অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ নিয়মিত রোগী দেখেন। এর মধ্যে রিহাব-ফিজিও বিভাগ, নিউরো মেডিসিন বিভাগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ, হƒদরোগ বিভাগ, মানসিক রোগ বিভাগ, জেনারেল প্রাকটিশনার বিভাগ, গাইনোকোলজি বিভাগ, মেডিসিন বিভাগ, আল্ট্রাসাউন্ড বিভাগ, চর্ম ও যৌন রোগ বিভাগ, ই.এন.টি বিভাগ, জেনারেল মেডিসিন বিভাগ, শিশু ও কিশোর রোগ বিভাগ, ডায়াবেটিস বিভাগ, বক্ষব্যাধি রোগ বিভাগ, রিজেনারেটিভ মেডিসিন বিভাগ।

সুবিধাদী

শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে ইনডোর ও আউটডোর দু’ধরণের চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। এখানে মোট বেড রয়েছে ২০টি এবং মোট কেবিন রয়েছে ২০টি। খাবারসহ বেড ভাড়া ১৫০০টাকা, সাধারণ কেবিন ভাড়া ২০০০ টাকা, ভিআইপি কেবিন ভাড়া ৩০০০-৪০০০টাকা। রোগীদের আর্থিক সামর্থের দিক মাথায় রেখে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালের তত্বাবধানে ডিজিটাল এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান প্রভৃতি পরীক্ষা নিরিক্ষা করা হয়।

এখানকার আধুনিক ডায়াগনস্টিক ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষায় সব সময় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়। হাসপাতালটি খোলা থাকে শুক্রবার ও সরকারী ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১ টা পর্যন্ত। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখা হয়। হাসপাতালটির রয়েছে ২৪ ঘন্টা নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস, ২৪ ঘন্টা ইনডোর ফার্মেসি, হোম হেলথ সার্ভিস, সিকিরিউটি ইত্যাদি।

কর্তৃপক্ষের বক্তব্য

ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের চেয়ারম্যান ও বাত ব্যথা প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ ডা. মো. সফিউল্যাহ্ প্রধান বলেন, ‘এখন অনেকেই বিদেশ থেকে এসে ডিপিআরসি হাসপাতালে রোগ নির্ণয় ও চিকিৎসা নিচ্ছেন। প্রায় শতকরা ৯৯ ভাগ রোগী বিনা অপারেশনে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। যারা এখনও বিদেশে চিকিৎসার কথা ভাবছেন তাদের বলব, বিদেশ যাওয়ার আগে অন্তত একবার ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনষ্টিক ল্যাব লি: এ আসুন।’

যোগাযোগের ঠিকানা

১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা ১২০৭।
(শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের ঠিক উল্টোদিকে)
হটলাইন : ০৯৬৬৬৭৭৪৪১১
সিরিয়ালের জন্য ফোন : ০১৯৯৭ ৭০২০০১, ০১৯৯৭ ৭০২০০২
ই-মেইল : dprchospital@dprcbd.com
ওয়েবসাইট : www.dprcbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

15 + thirteen =