দাঁত পড়ে যাওয়ার জটিলতা

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

দাঁত পড়ে যাওয়ার জটিলতা

দাঁত পড়ে যাওয়াকে অনেকেই সামান্য বিষয় হিসেবে দেখেন। কিন্তু দাঁত পড়ে গেলে এবং দীর্ঘ দিন তার কোনো চিকিৎসা না করালে দেখা দিতে পারে নানা জটিলতা।

প্রথমত: দাঁত না থাকলে খাওয়া দাওয়ার সমস্যা হয়। দীর্ঘ দিন এভাবে থাকলে দেখা দেয় অপুষ্টি। বিশেষত অল্পবয়সীদের এটি বেশি হয়।

দ্বিতীয়ত: সৌন্দর্যহানি। বিশেষ করে সামনের দিকের দাঁত না থাকলে সেটা রীতিমতো অস্বস্তিকর। অনেকের মানসিক বিশ্তষণ্ণতারকারণ এটি। তাছাড়া পেটছনের মাঢ়ির দাঁত না থাকলে সেখানকার হাড় ক্ষয়ে যায় এবং ‘চাপা ভাঙ্গা’ দেখায়, যার জন্য আপনাকে অনেক বয়স্ক বলে মনে হয়।

তৃতীয়ত: যে দাঁতটি মিসিং তার বিপরীত চোয়ালের Corresponding দাঁতটি তার কোটর থেকে কিছুটা বের হয়ে আসে, যাকে বলে সুপ্রা ইরাপশন (Supra Eruption)। এর ফলে ওই দাঁতটি চোয়ালের সাপোর্ট অনেকাংশে হারায়, যন্ত্রণার কারণ হয় এবং সবশেষে পড়ে যায়। এজন্য দেখা যায় দীর্ঘ দিন পড়ে যাওয়া দাঁতের চিকিৎসা না করালে আপনার আরো কয়েকটি দাঁত যন্ত্রণা দিতে দিতে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

চতুর্থত: সব দাঁত তার পাশে ফাঁকা জায়গা থাকলে নড়াচড়া করে। সুতরাং দীর্ঘ দিন দাঁত না থাকলে তার পাশের দাঁত সেদিকে সরে আসে। ফলে মুখের সব দাঁতের বিন্যাস বিনষ্ট হয় এবং বেশি সরে যাওয়া দাঁতগুলো তাদের কার্যকারিতা অনেকটা হারায়। এছাড়া এসব ক্ষেত্রে এই দাঁতগুলো তাদের পেরিওডন্টাল সাপোর্ট হারিয়ে দুর্বল হয়ে যায় এবং এর বিপরীত চোয়ালের দাঁতের নানামুখী সমস্যার (যেমন- দাঁত ফেটে যাওয়া, ভেঙে যাওয়া, নিয়মিত আঘাতপ্রাপ্ত হওয়া, দাঁত ভেতরের দিকে ঢুকে যাওয়া, মাঢ়িতে ক্ষত সৃষ্টি হওয়া ইত্যাদি যার প্রতিটি অত্যন্ত যন্ত্রণাদায়ক) কারণ হয়ে দেখা দেয়।

পঞ্চমত: দীর্ঘ দিন একাধিক দাঁত মিসিং থাকলে আমাদের নিচের চোয়াল যে জয়েন্টের (TMJ – Temporomandibular Joint) সাহায্যে আটকে থাকে এবং নড়াচড়া করতে পারে, সেখানে জটিল সমস্যার সৃষ্টি কারতে পারে। দুই কানের সামনের দিকে যেখানে জয়েন্ট দু’টির অবস্থান, সেখানে তীব্র ব্যথা এবং ‘ক্লিকিং সাউন্ড’ হতে পারে। নিচের চোয়ালের পেছনের দিকের মাঢ়ির একাধিক দাঁত দীর্ঘ দিন না থাকলে MPDS (My functional Pain Dysfunction Syndrome) নামক রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

তাই আর অবহেলা না করে একজন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছ থেকে আপনার পড়ে যাওয়া দাঁতের চিকিৎসা করিয়ে নিন। মিসিং দাঁত প্রতিস্থাপনের আধুনিক সব চিকিৎসা (যেমন- ডেন্টাল ব্রিজ, রিমুভ্যাবল পার্শিয়াল ডেনচার, ডেন্টাল ইমপ্লান্ট) বাংলাদেশেই সহজপ্রাপ্য ও সুলভ। আর অতি অবশ্যই দাঁত ও মুখের চিকিৎসায় বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার নন।

আরও পড়ুনঃ নিমিষেই দূর করুন দাঁতের পাথর।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

7 + three =