ফ্রি মেডিকেল ক্যাম্প এখন প্রতি শুক্রবার

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

DPRC ফ্রি ক্যাম্পইং

আগামীকাল শুক্রবার থেকে প্রতি শুক্রবারেই “ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব” (১২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭) এ ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হচ্ছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি প্রতি শুক্রবার সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ পর্যন্ত চলবে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তারগণ বিনামূল্যে রোগী দেখবেন এবং সেইসাথে বিভিন্ন টেস্টের উপর থাকবে ৩০% পর্যন্ত ছাড়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের সর্বস্তরের জনগণ বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন। “ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব” দেশের মধ্যে একটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ও দক্ষ জনবল কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্য হাসপাতাল। হাসপাতালটিতে সব ধরণের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সব ধরণের টেস্ট/পরীক্ষা করা হয়। পাশাপাশি হাসপাতালটিতে নিয়মিত বিভিন্ন রোগের ডাক্তারগণ বসেন। শুধুমাত্র শুক্রবারে বিনামূল্যে রোগী দেখবেন। এবং অন্যান্য দিনে প্রতিষ্ঠানের নিয়মেই চলবে।

সাপ্তাহিক এই ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্দেশ্য হচ্ছে দেশের সর্বস্তরের জনগণের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং দ্ররিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করা। “ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব” এর চেয়ারম্যান ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাঃ মোঃ সফিউল্যাহ্ প্রধান বলেন, আমাদের সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্পটির একমাত্র লক্ষ্যই হচ্ছে সকলের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

4 × 4 =