
করোনায় বাত ব্যথার রোগীর জন্যে সুখবর দিলেন বিশেষজ্ঞ ডাক্তার
মেডিকেলবিডি ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশের মানুষ এখন আতঙ্কে রয়েছে। দেশের এই ক্রান্তিকালে সকল প্রকার রোগী দেখা চালু রেখেছেন বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ ডা: মো: সফিউল্যাহ প্রধান। তাঁর রোগী দেখার সময়সূচী শনি থেকে বৃহস্পতি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
জানা যায়, যেখানে অনেকে করোনা ভাইরাসের ভয়ে চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন সেখানে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নিজের জীবনের ঝুঁকি থাকা সত্বেও দেশের স্বার্থে এগিয়ে এসেছেন বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ ডা: মো: সফিউল্যাহ প্রধান।
ডা: মো: সফিউল্যাহ প্রধান বলেন, দেশের এই এই দুর্যোগকালে জনস্বাস্থ্য সেবায় থাকতে পেরে আমি গর্বিত। আমাদের এখানে সকল স্বাস্থ্যসেবার পাশাপাশি আমরা টেলিমেডিসিন সেবাও দিচ্ছি। আমি সকলের প্রতি আহ্বান জানাবো সবাই যেনো এহেন দুর্যোগ মোকাবেলায় পিছিয়ে না গিয়ে জনস্বার্থে, দেশের স্বার্থে এগিয়ে আসেন।
ডা: মো: সফিউল্যাহ প্রধান যে সকল রোগের চিকিৎসা করে থাকেন তা হলো- বাত ব্যথা, প্যারালাইসিস, হাড় জোড়া, হাড় ক্ষয়, অস্ট্রিয় আর্থরাইটিস, অস্ট্রিয় পরোসিস, জন্মগত বিকলাঙ্গ, মুখ বেঁকে যাওয়া বা বেল্স পালসি।
ডা. মো: সফিউল্যাহ্ প্রধান
বাত ব্যথা প্যারালাইসিস ডিজ্যাবিলিটি ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
যোগাযোগ:- ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লি: (১২/১ রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
শ্যামলী ক্লাব মাঠ সমবায় বাজারের উল্টো দিকে
এপয়েন্টমেন্ট পেতে ফোন: 09 666 77 44 11 অথবা 0199-7702001-2
মেডিকেলবিডি/এএনবি/ ১৪ এপ্রিল, ২০২০