রোগের নাম: প্রস্টেট গ্লান্ডের অসুখ।

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

রোগের নাম: প্রস্টেট গ্লান্ডের অসুখ।

জনাব, আসসালামু আলাইকুম। আমি ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে Ultra-sonogram করে জানতে পারলাম, আমার Prostate gland  ক্ষতিগ্রস্ত। অসুখ ধরা পড়ার পর বিরতিহীনভাবে প্রতিদিন একটি করে Uromax খেয়েছি। পরে আরো কিছু জটিল অসুখ যেমন- ক্ষুধামন্দা, Constipation, কোমরের ব্যথা ইত্যাদির জন্য দীর্ঘ দিন ওষুধ খাওয়ার দরুন Prostate gland এর ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। অনেক পরে কয়েক সাল ধরে হোমিও ওষুধ খেয়েছিলাম, কিন্তু আরাম হয়নি। রোগের লক্ষণ ঘন ঘন প্রস্রাব, কিন্তু কোনো ব্যথা ও জ্বালাপোড়া নেই। আমার বয়স ৭৫ বছর। আমি Ultra sonogram তিনবার করেছি, প্রতিবার একই রেজাল্ট। আশা করি একটা সমাধান দিবেন।

আপনার বিশ্বস্ত-
ফাতেহ মহাম্মদ,  চাঁপাইনবাবগঞ্জ

উত্তর: ওয়ালাইকুম সালাম। আপনার বয়স ৭৫ বছর। এ বয়সে একটি Common Problem, Prostate Gland বয়সের কারণে বড় হয়ে প্রস্রাবের রাস্তা চেপে দিতে পারে এবং এর কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত কথাটি পুরোপুরি সঠিক নয়। এ ক্ষেত্রে রোগটির বিস্তৃতি বোঝার জন্য শুধু Ultra-sonogram বারবার করা যথেষ্ট নয়। বাকি পরীক্ষা যেমন- URO FLOWMETRYS, PSA, RBS, S. Creatinine, Urine R/E মাধ্যমে রোগটি নিশ্চিতভাবে বুঝতে হবে। তবে প্রাথমিকভাবে Cap. Uromax-D (Uromax -এর পরিবর্তে) রাতে একটা করে শুরু করতে পারেন (চলবে)। ঘন ঘন প্রস্রাব কমানোর জন্য Tab. Pramin 25gm একটা করে রাতে দুই মাস খেতে পারেন। পানি কম খাবে। রাতে এক গ্লাস এবং দিনে চার-পাঁচ গ্লাসের বেশি পানি পান করবেন না ( ১.২-১.৫ লিটার/দিন) চা, কপি খাবেন না, টক খাবেন না। পায়খানা নরম রাখার জন্য ইসবগুলের ভুসি খাবেন। আল্লাহর মেহেরবানিতে আশা করি সুফল পাবেন। সমাধান না হলে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হন এবং শেল্পিকভাবে এর সমাধান সম্ভব। হতাশ হওয়ার কিছু নেই।

আরও পড়ুনঃ আগের সেই চেহারা পেতে আপনার পরামর্শ চাই।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

18 − 9 =