হাটু ব্যথার কারণ: আঘাত জনিত, অষ্টিওআরথাইটিস, ইনফ্লামেশন।
সঠিক কারণ নির্ণয় করে সঠিক পদ্ধতিতে চিকিৎসা নিলে সম্পূর্ণ ভাল হয়ে যায়।
চিকিৎসা পদ্ধতি: যে সব ব্যথা কোন ভাবেই নিরাময় হচ্ছে না সেগুলোর জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে।
যেমন:
(১) পি.আর.পি (নিজের রক্ত দিয়ে হাটুতে ইনজেকশন)
(২) ওজন (০৩) – থেরাপি ওজন গ্যাস হাটুতে দিয়ে ব্যথা নিরাময়।
চিকিৎসা দেওয়ার দুই সপ্তাহ পর ৭০% ব্যথা কম থাকে। দ্বিতীয় বার হাটুতে ইনজেকশন নেওয়ার পর সম্পূর্ণ ভাল হয়ে যায়। চিকিৎসা শুরু করায় ঔষধ পত্রের বোঝা কমে আসে। এই সব আধুনিক চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কিডনী, হার্ট এ কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই।
আরও পড়ুনঃ হাঁটুর ব্যথা হলে কি করবেন, কি না করবেন।
অধ্যাপক ডাঃ মাহমুদুর রাহমান লাইজু
ট্রেনিং ইন্টারভেনশন আলট্রাসোনো গাইডেড নার্ভ ব্লক, আকুপাংচার
japan, usa, spane, india
Anesthesia & pain Medicine
 medicalbd সাস্থের সকল খবর।
medicalbd সাস্থের সকল খবর।




 
											 
											 
											 
											 
											