লিভারে টিউমার প্রতিরোধে

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

লিভারে টিউমার প্রতিরোধে

লিভারে দুই ধরনের টিউমার হয়-ক্যানসারস টিউমার এবং বিনাইন টিউমার। বিনাইন টিউমার ক্ষতি করে না বটে, তবে ক্যানসারস টিউমার থেকে লিভারে ছড়িয়ে পড়ে ক্যানসার। যাদের একবার হেপাটাইটিস-বি ও সি হয়েছে তাদের ক্ষেত্রে লিভার ব্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই হেপাইটিস-বি ও সি কমানো গেলে লিভার ক্যানসার কমিয়ে ফেলা সম্ভব। সার্জারির মাধ্যমে লিভারের টিউমার অপারেশন করে লিভারকে সুস্থ করা সম্ভব।

লিভার ক্যানসার প্রথামিকভাবে লিভারে আরম্ভ হতে পারে বা অন্য কোনো স্থান থেকে যেমন স্তন, ফুসফুস, পিত্তথলি, পাকস্থলি থেকে ছড়িয়ে পড়তে পারে।

প্রধান উপসর্গ হিসাবে পেটে ব্যথা, দুর্বলতা, খিদে কম, ওজন কমে যাওয়ার সাথে জন্ডিস দেখা দেয় এবং পেটে জল জমে বা উদরী হয়। সাথে জ্বরও থাকতে পারে।

লিভার ক্যানসার সাধারণত মধ্যবয়স্ক পরুষদের মধ্যে বেশি দেখা যায়। সিরোসিস লিভারে এই রোগ বেশি হয়।

রোগ নির্ণয়ের জন্য লিভার বায়োপসি, আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যান করা হয়।

চিকিৎসা: সার্জারিতে বিশেষ কোনো উপকার হয় না, ওষুধ ব্যবহারে কোনো কাজ হয় না। লিভার টপ্রান্সপ্ল্যান্টেশন করে রোগীকে রিলিফ দেবার চেষ্টা করা হয়।

রোগ প্রতিরোধে অতিরিক্ত ঝাল-মশলা খাওয়া বন্ধ করতে হবে।

আরও পড়ুনঃ ফ্যাটি লিভার কি জেনে নিন।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

20 − nine =