কার্ডিওময়োপ্যাথি কি ?

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কার্ডিওময়োপ্যাথি

হার্ট মাসলের অসুখ। এ অসুখে মাসলের অসুস্থার জন্য হার্ট ঠিকমতো কাজ করতে পারে না। সিস্টোলের সময় যতটা জোর দিয়ে রক্ত বের করতে হয় লেফট ভেন্ট্রিকল থেকে হার্ট মাসঅল ততটা জোর দিয়ে কাজ করতে পারে না। ফলে হার্ট ফেলিওরের উৎপক্তি হয়। কালবিলম্ব না করে আ.সি.ইউ তে ভর্তি করা জরুরি। ভর্তি করতে দেরি হলে অনেক সময় রোগীকে হারাতে হয়।

উপসর্গ: বেশিক্ষণ কথা বললে বা অল্প একটু হার্টলেই শ্বাসকষ্ট বাড়তে থাকে। পা-হাত ফুলতে দেখা যায়। ই.সি.জি করলেই সাধারণত রোগ নির্ণয় করা যায়। প্রয়োজনে বুকের এক্স-রে করতে হয়।

আরও পড়ুনঃ হাঁপানি নয় হার্টের কারণে শ্বাসকষ্ট।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

ten − four =