টনসিল ইনফেকশন প্রদাহের জটিলতা

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

টনসিল ইনফেকশন

টনসিল এক ধরনের লিম্ফয়েড টিস্যু। মানবদেহে গলার ভেতরে দুই পাশে এক জোড়া টনসিল থাকে। কোনো প্রকার প্রবাহ বা ইনফেকশন হলে আমরা এটাকে টনসিলাইটিস বলি। টনসিলাইটিস একটি সাধরণ স্বাস্থ্য সমস্যা টনসিল ইনফেকশন সাধারনত ৩ থেকে ১২ বছরের শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রে যে একেবারেই হয় না, তা নয়।

৫০ শতাংশ ক্ষেত্রে দেখা যায় টনসিল ইনফেকশনের জন্য ভাইরাস দায়ী। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যও টনসিলাইটিস হতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত বিটা হেমোলাইটিক স্ট্রেপটোকক্কাস দিয়ে হয়। অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও টনসিলাইটিস হতে পারে। অনেক ক্ষেত্রে বারবার ঠান্ডা সর্দি লাগা, অপুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, গেহে অপর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতাও এই ইনফেকশনের কারণ হতে পারে।

 টনসিল ইনফেকশন হলে কিভাবে বুঝবেন :

  • জ্বর হতে পারে (১০৩-১০৪) ফারেনহাইট ।

  • গায়ে ব্যথা, মাথাব্যথা, কানে ব্যথা হতে পারে।

  • গলাব্যথা ও খাবার গিলতে সমস্যা হতে পারে।

  • শিশুদের ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়।

এরকম সমস্যা যদি হয়, আমরা এটাকে তীব্র ইনফেকশন বলি। চিকিৎসকের উপদেশ অনুযায়ী নিয়মিত ও সঠিক সময়ে ওষুধ সেবন করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

সাধারণত অ্যান্টিবায়োটিক, মাউথওয়াশ, ব্যথার ওষুধ, প্রচুর পরিমাণ পানি গ্রহণের মাধ্যমে এই ইনফেকশনের চিকিৎসা করা হয়। কেউ যদি সঠিকভাবে চিকিৎসা গহণ না করে সে ক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদি ইনফেকশন হয়। দীর্ঘমেয়াদি টনসিল ইনফেসশন যদি বছরে চার-পাঁচবার পরপর দুই বছর হয়, তবে টনসিল অপারেশন করিয়ে নেয়া ভালো। তা না হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

নিন্মোক্ত সমস্যা হতে পারে:

  • টনসিলে ফোড়া হতে পারে।

  • টনসিলের পারপাশে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে।

  • কানে ইনফেকশন হতে পারে।

  • বাতজ্বর বা রিউমেটিক ফিবার হতে পারে।

  • শ্বাসনালী ফুলে যেতে পারে, এমনকি শ্বাসকষ্টও হতে পারে।

  • জীবাণূ রক্তে ছড়িয়ে পড়তে পারে।

  • রক্তের মাধ্যমে জীবাণু কিডনিতে ছড়িয়ে গেলে সেখানেও ইনফেকশন হতে পারে।

তাই এ ধরনের সমস্যা হলে অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শমতো ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা উচিত। যদি ওষুধে এ সমস্যার সমাধান না হয়, তবে টনসিল অপারেশন করলে ভালো হয়। আমাদের দেশে নিয়মিত টনসিল অপারেশন হচ্ছে। এই অপারেশন অত্যন্ত নিরাপদ ও ফলপ্রসূ। আজকাল আধুনিক আল্ট্রাসনিক পদধতিতে রক্তপাতহীন সেলাইবিহীন টনসিল অপারেশন করা হয়। এই অপারেশন সকালে করে বিকেলে রোগী বাসায় যেতে পারেন। অপারেশনের পরপরই রোগী মুখে খেতে পারেন।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

15 − fourteen =