আগের সেই চেহারা পেতে আপনার পরামর্শ চাই

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

আগের সেই চেহারা পেতে আপনার পরামর্শ চাই

প্রশ্নঃ মনে পড়ে ছোট থাকতে শরীরে ঘা হয়েছিল। কিন্তু তখন চুলকালে যে একটু শান্তি পেতাম। আম্মু বকা দিলেও আড়ালে আড়ালে চলত নখ দিয়ে চুলকানির কাজ। এখন আম্মুর মুখে ছোটবেলার সেই স্পষ্ট দাগবিহীন লাবণ্য চেহারার কথা শুনলে মন খারাপ হয়ে যায়, কিছু করতে ভালো লাগে না। ইচ্ছা হয় সেই লাবণ্য চেহারা ফিরে পেতে। কিন্তু কোথাও সঠিক সমাধন না পেয়ে ভারাক্রান্ত মন দিন কাটাই। অবশেষে মেডিকেলবিডির ফেসবুকে রোগ জিজ্ঞাসা বাটন দেখে তড়িঘড়ি করে সমস্যাটি লিখতে বসি। সমস্যা হলো দাগ দু’টি গন্ডদেশের দুই প্রান্তে। এখন সমস্যা সমাধানে আমি কী করব? আশা করি, সমস্যাটি সদয় গৃহীত হলে সমাধান পাবো। আল্লাহ হাফেজ।

মু. মোস্তাফিজুর রহমান
কপোতাক্ষা মহাবিদ্যালয়, কয়রা, খুলনা

উত্তরঃ ছোটবেলায় আপনার সমস্ত শরীরে যে ঘা হয়েছিল, তা সম্ভবত স্ক্যাবিস বা চুলকানি রোগের জন্য হয়েছিল, যা চুলকাতে খুবই মজা লাগে। চিকিৎসা নিলে পুরোপুরি এই রোগ ভালো হয়ে যায়। আপনার গন্ডদেশে যে দাগ পড়েছে তা সম্ভবত ব্রণের জন্য হতে পারে, যা বয়ঃসন্ধিকালেই সাধারণত হয়ে থাকে। ডার্মাপেন চিকিৎসায় এই দাগ দূর হতে পারে।

আপনি একজন অ্যাসথেটিক চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন।

আরও পড়ুনঃ পুরুষাঙ্গের বাম পার্শ্বে হটাত ব্যথা।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

thirteen − eleven =