
মানব ব্রেইন! মস্তিষ্কের ডান এবং বাম অংশ
গত কছেশ দশক ধরে বৈজ্ঞনিকরা প্রচুর গবেষণা করেছেন মস্তিষ্কের বাম এবং ডান খণ্ডের কাজ নিয়ে। এটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। বিষয়টি ছিল এ রকম- মস্তিষ্কের ডান এবং বাম অংশের মধ্যে কোন অংশটি মানুষের প্রকৃিত বা আচরণগত দিককে নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্ক হচ্ছে মানুষের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে জটিল এবং উল্লেখযোগ্য অংশ; যা মানুষের স্নায়ুতন্ত্রের ধারক এবং বাহক। প্রায় ১.৪ কেজির এই অঙ্গটি প্রায় ১০০ বিলিয়ন স্নায়ুকোষ বা নিউরনের ধারক এবং নিয়ন্ত্রক। মানুষের মস্তিষ্ক দুটি অংশে বিভক্তবাম অংশ এবং ডান অংশ। প্রত্যক্ষ জ্ঞানগত বা বুদ্ধিহত দিক থেকে মস্কিষ্কের ডান এবং বাম অংশের কাজের পার্থক্য রয়েছে। দুটি অংশের মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান পার্থক্য হলো যে মস্তিষ্কের ডান অংশ নিয়ন্ত্রণ করে মানবদেহের বাম অংশকে। যেখানে বাম অংশ নিয়ন্ত্রণ করে মানবদেহের ডান অংশকে। যদিও বামহাতি লোকদের ক্ষেত্রে মস্তিষ্কের বাম অংশ অথবা উভয় অংশই তাদের ভাষার ভাণ্ডারকে নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্কের ডান ও বাম অংশের কাজের বিস্তারিত আলোচনার আগে আমরা মানবদেহের এই বিস্ময়কর আঙ্গটি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই।
মস্তিষ্কের ডান অংশের বৈশিষ্ট্য:
এখানে মস্তিষ্কের ডান দিকের অংশের কিছু বৈশিষ্ট্য দেয়া হলো-
১. র্যানডম বা উদাসীনতা
২. ইনটুইভি বা অন্তর্গত দিক
৩. রোগের ঔক্ষণ বাহক
৪. মানুষের পুরো দেহের নিয়ন্ত্রক
৫. বিষয়গত দিক
মস্তিষ্কের বাম অংশের বৈশিষ্ট্য:
এখানে বাম খণ্ডসম্পর্কে কিছু বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. যুক্তিগত দিক
২. ঘটনা বা ধাপগত দিক
৩. কারণগত দিক
৪. ব্যথামূলক দিক
৫. পরোক্ষতা
যখন আমরা মস্তিষ্কের ডান ও বাম অংশের কাজ বিশেষভাবে আলোচনা করব তখন উপরোল্লিখিত বৈশিষ্ট্য আমাদের সেরিব্রাল অংশ, যা মূল ভূমিকা পালন করে, তা বুঝতে সুবিধা হবে।
মস্তিষ্কের ডান এবং বাম দিকের পার্থক্য:
মস্তিষ্কের এই দুটি অংশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানুষের আচরণ নির্ভর করে মস্তিষ্কের কোন অংশ স্নায়ুতন্ত্রের ওপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। নিচে ১০টি পার্থক্য দেয়া হলো যাদের প্রত্যেকটিই বলবে মস্তিষ্কের ডান এবং বাম অংশের কাজের বিচ্ছিন্নতার কথা।
১. মস্তিষ্কের ডান খণ্ডপ্রকৃতিগত বা সৃষ্টিগত যা নিয়ন্ত্রিত হয় মানুষের অনুভূতি দ্বারা আর বামদিকের অংশ হচ্ছে ব্যাখ্যামূলক যা নিয়ন্ত্রণ করে মানুষের যুক্তিগত দিককে বা সমস্যা সমাধানে সাহায্য করে।
২. মস্তিষ্কের ডান অংশ উৎপন্ন তথ্য সম্পর্কে আক্ষরিক জ্ঞান দান করে আর বাম অংশ এই তথ্যকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভাজিত করে তার যুক্তিনির্ভর ব্যাখ্যা দান করে।
৩. যেসব মানুষের ডান মস্তিষ্ক বেশি কাজ করে তারা আংকিক ধারণা সম্পর্কে দক্ষ হয় আর যাদের বাম দিকের অংশ বেশি কাজ করে তাদের অংকের সূত্র মুখস্থ করতে সাহায্য করে এবং এটি প্রকাশ করতে বড় ভূমিকা পালন করে।
৪. ডান মস্তিষ্ক যাদের বেশি কাজ করে তারা সাংগঠনিক দিক থেকে খুব দুর্বল হয়, আর যাদের বাম মস্তিষ্ক বেশি কাজ করে তাদের সাংগঠনিক ক্ষমতা খুব দক্ষতাসম্পন্ন হয়।
৫. ডান মস্তিষ্কের প্রভাবান্বিত লোকেরা বিস্তারিত ও খুঁটিনাটি সম্পর্কে কম মনোযোগ দেয় আর যাদের বাম মস্তিষ্ক বেশি প্রভাবান্বিত তারা খুব বিস্তারিত ও গভীরভাবে চিন্তা করে এবং সেভাবে পদক্ষেপ নেয়।
৬. যখন ডান মস্তিষ্কের কার্যকরী লোককে কোনো কাজকে গুছিয়ে করতে বলা হয় তারা তাড়াহুড়া করে নির্দেশ না পড়েই কাজ শুরু করে। আর যাদের বাম মস্তিষ্ক বেশি কাজ করে তারা নির্দেশমতো ধীরেসুস্থে কাজে যত্নসহকারে অগ্রসর হয়।
৭. ডান মস্তিষ্কের লোক মানুষের সাথে নানা ধরনের অঙ্গভঙ্গি করে কথা বলে, যা বাম মস্তিষ্কের প্রভাব বিস্তারকারী লোকরা করে না।
৮. ডান মস্তিষ্ক জানতে চায় কীভাবে কোনো কিছু বলা হয়েছে আর বাম মস্তিষ্ক জানতে চায় কী বলা হয়েছে।
৯. যদিও ডান মস্তিষ্কের প্রভাবসম্পন্ন লোকেরা ব্যাখ্যা জানতে চায় না কিন্তু তাদের প্রশ্ন করার আগ্রহ বেশি কিন্তু বাম মস্তিষ্কের লোকেরা প্রশ্ন না করে তা গ্রহণ করে।
কোনো কাজ করতে দেয়া হলে ডান মস্তিষ্কের লোকেরা একদম শেষ মুহূর্তে বুঝতে পারে কোনটিকে বেশি প্রাধান্য দিতে হবে।বিপরীত দিকে বাম মস্তিষ্কের লোকেরা আগে থেকেই ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারে এবং পদক্ষেপ নেয়।
ডান এবং বাম মস্তিষ্কের তর্কযুদ্ধে এগুলোই মূলত প্রধান পার্থক্য। বিজ্ঞানী এবং গবেষক এই কাঠামোগত পার্থক্যকে বলেন মেরুগত, উল্লেখযোগ্য দিক ডান মস্তিষ্ক ক্রিয়ারত লোকেরা অ্যাথলেটিক্স, গান, বাজনা ব্যবসাসংক্রান্ত কাজে দক্ষ হয়। আর বাম মস্তিষ্কের প্রভাবান্বিত লোকেরা বিচার-বিশেষণ, গণনাবিষয়ক কাজে পারদর্শী হয়ে থাকে।
 medicalbd সাস্থের সকল খবর।
medicalbd সাস্থের সকল খবর।



 
											 
											 
											 
											