মেডিকেলবিডি ডেস্কঃ গ্রামঃ সুখানপুকুর, পোঃ এস.এ কলেজ, গাবতলি, বগুড়া। বিপদ মানুষের জীবনে এভাবে এত বার আসে জানা ছিল না। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পরও ভেঙ্গেপড়ে হাল ছাড়ি নাই আমরা ভাইয়েরা। জীবনের সাথে যুদ্ধ করে যখন সবাই জীবনটাকে গুছিয়ে এনেছি মোটামুটি চলেফিরে খাওয়ার মতো ঠিক তখনি এমন একটি খবর কোনভাবেই আশা করিনাই।
আমরা তিন ভাইয়ের সবার ছোট বিদ্যুৎ সরকার। আর তার অসুখটাও যেন এই বিদ্যুৎতের মতো হঠাৎ করে আসলো। সাধারণ একটা পেট ব্যথা থেকে ডাক্তারি পরীক্ষা করে জানা গেলো আসলে তাঁর মরনব্যাধী ক্যানসার, তাও আবার ব্লাড ক্যানসার। ছোট ভাইয়ের মুখের দিকে তাকালে নিজের ভিতরটা ভেঙে চুড়ে আসে। সাথে সাথেই ভেসে আসে তাঁর ৫ বছর বয়সী মেয়েটার মুখ। বাবা ছাড়া যে জীবন যুদ্ধ আমরা করেছি সে একই যুদ্ধে পড়তে যাচ্ছে এই মেয়েটা। তাঁর যে সন্তান এখনো পৃথিবীর মুখ দেখেনি তাকেই বা কি জবাব দিবো। বলেছেন রোগীর ভাই বিপুল সরকার।
চিকিৎসকরা জানিয়েছেন আমার ভাইকে সুস্থ করেতে প্রায় ২৫ লক্ষ টাকা প্রয়োজন। নিজেদের সর্বস্ব আর আত্মীয় স্বজন ও অফিস সহকর্মী ভাই বন্ধুদের সহযোগিতায় চিকিৎসা শুরুতো করেছি কিন্তু এতো বড় খরচ দিয়ে চিকিৎসা কোনভাবেই সম্ভব না।
ভাই কে বাঁচাতে তাই নিজের লজ্জা ভেঙ্গেছি। আপনাদের কাছে সাহয্যের হাত পেতেছি।
কেউ কি আছেন সমাজের দয়ালু, দানবীর, বিত্তবান ভাই আমি আর পারছি না আমার ছোট ভাইয়ের চিকিৎসা করাতে। আর দুইটা Chemo Therapy দিলে আমার ভাইটা সুস্থ হতে পারবে কিন্ত এখন তো আমার কাছে চিকিৎসা চালানোরর মতো কিছুই নেই। যা ছিল সব শেষ করেছে। তাই কেউ কি আছেন আমাকে দুইটা Chemo Therapy এই ইঞ্জেকশন কিনে দিবেন। আপনাদের দেয়া দানে হয়ত আমার ভাই আবার সাভাবিক জীবন পাবে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার এই বিপদের দিনে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিরা আমাকে সাহায্য করবেন।
মোবাইল নম্বর : ০১৭৬৬৬৬৬০৩৬
ব্যাংক হিসেব নম্বর : ১১৬১২৬০০৬৯৩০৬ ইবিএল, বনানী শাখা।
বিকাশ নম্বর : ০১৭৫৯১১১৩৮০ (পারসোনাল)
medicalbd সাস্থের সকল খবর।


