কন্ট্রাসেপটিভ পিল খেলে কি সমস্যা হতে পারে?

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কন্ট্রাসেপটিভ পিল খেলে কি সমস্যা হতে পারে?

কন্ট্রাসেপটিভ পিল নিয়মিত খেলে কি সন্তানধারণে সমস্যা হতে পারে? দেখে নিন দুটি সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ। নিজের এমন সমস্যা থাকলে দেরী না করে ডাক্তার দেখান।

প্রশ্ন: আমার বয়স ২২ বছর। ১৫ বছর বয়েসে পিরিয়ড হয়। আমার পিরিয়ড খুব অনিয়মিত। প্রতি মাসেই নির্দিষ্ট দিনের সাত আট দিন পরে পিরিয়ড হয়। এমনকী, দু’ মাসের গ্যাপও হয়ে যায়। আমার প্রথম থেকেই এই সমস্যা রয়েছে। এটা কি কোনও অসুখের লক্ষণ?

উত্তর: এই ঘরনের সমস্যা একবারেই নেগলেকট করা উচিত নয়। আপনার সিমটম শুনে মনে হচ্ছে পলিসিস্টিক ওভারি (Poly-cystic Ovary)  হয়ে থাকতে পারে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আলট্রা সোনোগ্রাফি, হরমোন প্রোফাইল পরীক্ষা করিয়ে নিন এবং কোনও গাইনিকলজিস্টের সঙ্গে পরামর্শ করুন। প্রয়োজনে আপনাকে লাইফস্টাইল চেঞ্জের উপর জোর দিতে হতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে নারীর একান্ত সমস্যাগুলো এখন সমাধানযোগ্য। মেয়েলী সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসা আমাদের দেশে এখনো লজ্জার বিষয় হিসবে গণ্য করা হয়। বলা বাহুল্য যে সুশিক্ষার অভাবেই মানুষের মনে এমন ধারণার সৃষ্টি হয়। অসুস্থতা একান্ত গোপনীয় হলেও সেটা অসুস্থতা। সমস্যা বড় আকার ধারণ করার আগে তার প্রতিকার করা জরুরী।

প্রশ্ন: আমার বয়স ৩৩ বছর। দু’বছর আগে বিয়ে হয়েছে। আগামী দু’বছর মা হওয়ার কথা ভাবছি না। আমি নিয়মিত কন্ট্রাসেপটিভ পিল (Contraceptive Pill) খাই। এই ধরনের পিল রেগুলার খেলে কি সন্তানধারণে সমস্যা হতে পারে?

উত্তর: প্রথমত আপনাকে নিয়মিত চেক আপের মধ্যে থাকতে হবে। আপনি একবার আলট্রা সাউন্ড, হরমোন প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট করিয়ে নিন এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। উনি আপনার রিপোর্ট দেখে বলে দিতে পারবেন পিল কন্টিনিউ করা উচিত হবে কি না।

আরও পড়ুনঃ রোগের নাম: প্রস্টেট গ্লান্ডের অসুখ।

গণ সচেতনতায় ডিপিআরসি হসপিটাল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

ten + 19 =