অনেকেই আমার কাছে জানতে চান স্যার হাড় সরে যাওয়া বলতে কি বুঝায়? এই এক্সরে ফিল্ম টা দেখেন!
উপসর্গ সমুহ কি কি ?
১. এতে দীর্ঘমেয়াদী কোমর ব্যাথা হবে
২. পা অবশ হয়ে যেতে পারে
৩. হাটা চলাফেরায় শক্তি কম লাগতে পারে
৪. পা জিজি বা ভার ভার মনে হতে পারে
৫. অনেক ক্ষেত্রে প্রস্রাব পায়খানায় সমস্যা হবে।
যেখানে সেখানে ডাক্তার বিহীন ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে বিপদে পড়বেন।
তাই যেকোনো ব্যথা বেদনা প্যারালাইসিস শারীরিক মানসিক সমস্যা হলে আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে আপনার রোগ নির্ণয় বা কি রোগ হয়েছে পুরোপুরি নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে হবে।
সব ব্যথাই থেরাপি দেওয়া বিপদজনক।
নিয়মিত স্বাস্থ্য পরামর্শ পেতে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ।
ডাঃ মোঃ সফিউল্যাহ প্রধান
বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব-ফিজিও বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক (আইআইএইচএস) ও কনসালটেন্ট (ডিপিআরসি)
✺সিরিয়ালের জন্য ফোনঃ
+8801997702001, +8801997702002 , 09666774411
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
✺আমাদের এর ঠিকানাঃ-
DPRC. 12/1 Ring Road, Shyamoli, Dhaka-1207, Bangladesh
(ডিপিআরসি , 12/1 রিং রোড শ্যামলি ঢাকা-১২০৭ বাংলাদেশ)