বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসক,শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “ইফতার মাহফিল ও স্বজন সভা-২০২৪” অনুষ্ঠিত হলো।

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

আজ, ২১শে মার্চ, রোজ বৃহস্পতিবার, ঢাকার শের-এ-বাংলা নগরের অবস্থিত বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার সূতিকাগার “জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)” এ “ইফতার মাহফিল ও স্বজন সভা ২০২৪” অনুষ্ঠিত হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ফিজিওথেরাপি চিকিৎসক, ফিজিওথেরাপি শিক্ষাবিদ, এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ফিজিওথেরাপি কনসালটেন্ট এবং বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক ফিজিওথেরাপির অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি আয়োজন করে ফিজিওথেরাপি পেশার প্রাচীন ও প্রফেশনাল সংগঠন “বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস)” এবং বিপিএস এর সহযোগী সংগঠন “বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এ্যাসোসিয়েশন (বিপিএ)”। এছাড়া সহ আয়োজক হিসেবে “নিটোর ফিজিওথেরাপি এলামনাই এসোসিয়েশন” ও “নিটোর ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন” ভূমিকা পালন করে।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন বিপিএ ও বিপিএস এর ভাইস প্রেসিডেন্ট ডা. সফিউল্লাহ প্রধান এবং বিপিএস ও বিপিএ এর নির্বাহী সভাপতি সহঃ অধ্যাপক ডা. প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক ডা. মো. তৌহিদুজ্জামান এবং “বাংলাদেশ শিশুকল্যান পরিষদের” পরিচালক “ডা. ইয়াসমিন আরা ডলি”

পরে দেশ ও জাতির শান্তি কামনা এবং ফিজিওথেরাপি পেশার উত্তরোত্তর উৎকর্ষ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

16 − eight =