ডার্মারোলার কী?
ডার্মারোলার এমন একটি যন্ত্র যেটি মাইক্রোনিডেল ব্যবহার করে আমাদের ত্বকে এপিডারমিসের(চামড়ার একটি লেয়ার) ভেতর মাইক্রো প্রিকচার (ছোট ছিদ্র) এর মাধ্যমে ত্বকের সার্বিক উন্নয়ণ করে থাকে। ছিদ্র করার মাধ্যমে এটি ত্বকে অবস্থিত ব্লাড ভেসেল এর মাধ্যমে বিভিন্ন হরমোন নিঃসৃত করার মাধ্যমে ত্বকের উন্নতি সাধন করে থাকে।
কাজসমূহ:
ত্বকের অবাঞ্চিত চিহ্ন/দাগ অপসারণ, ব্রণ অপসারণ
ছিদ্র ছিদ্র বা গর্তের ন্যায় দাগ অপসারণ করে
অপারেশন ও কাটা দাগ দূর করে
স্ট্রেচ মার্ক/দাগ দূর করে
এন্টি-এইজিং, এন্টি-রিঙ্কল
নতুন চুল গজাতে ও চুলের বৃদ্ধি বিকশিত করে
ফ্যাট/চর্বি কমাতে দারুণ কাযকর
কিভাবে ব্যবহার করবেন
– ব্যবহারের পূর্বে প্রায় ৫-৮ মিনিট ৭৫% অ্যালকোহল অথবা হেক্সিসল দিয়ে ডার্মারোলারটি জীবাণু মুক্ত করে নিন।
– এটি একান্তই ব্যক্তিগত ব্যবহায্য , অন্যান্য মানুষের সাথে ভাগ বা শেয়ার করা যাবে না।
– এটা সাবধানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।
ব্যবহৃত পদ্ধতি
সাধারণভাবে আপনার ব্যবহার্য স্থানটি (মুখ, মাথা, ত্বক) পরিষ্কার করুন। ডার্মারোলারটি পরিষ্কার করুন।
স্থানটি পরিষ্কার করার পর, ডার্মারোলারটি ঐ স্থানে রাখুন এবং রোল করুন।
ভারী চাপে আপনার চামড়াতে এটি রোল বা ঘষাঘষি করবেন না, হালকা চাপে ব্যবহার করবেন!
ব্যবহারের পর ডার্মারোলারটি পরিষ্কার এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন।