গর্ভস্থ বাচ্চার হার্ট-বিট জানতে সিটিজি এর গুরুত্ব- প্রেগন্যান্ট মায়েরা গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চা সুস্থ আছে কিনা এই বিষয়ে অনেক বেশি সংকিত থাকে।এটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন টেস্ট হল সিটিজি।এখানে বাচ্চার হার্ট-বিট ইসিজি এর মত একটি পেপারে ১৫ থেকে ২০ মিনিট ধরে রেকর্ড হতে থাকে।যদিও উন্নত দেশে প্রতিটি প্রেগন্যান্ট রোগীর বেডের পাশে একটি করে সিটিজি মেশিন থাকে, আমাদের দেশে অর্থনৈতিক কাঠামোগত কারনে এটি অপ্রতুল এবং রোগীরাও এসম্পর্কে অবগত নন।তবে ডিপিআরসি হসপিটালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ নুসরাত জাহানের তত্বাবধানে এই পরীক্ষাটি করার সুযোগ রয়েছে।
এখন জেনে নিন কোন কোন ক্ষেত্রে এই পরীক্ষাটি করার দরকার হতে পারে…
- প্রেগন্যান্ট মায়েদের যদি কোন হাই-রিস্ক ফ্যাক্টর থাকে যেমন, ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য মেডিকেল সমস্যা।
- বাচ্চার নড়াচড়া কম মনে হলে।
- প্রি-ম্যাচুরলেবারের কোন লক্ষণ দেখা দিলে।
- পুর্বে গর্ভস্থ বাচ্চা মারা যাওয়ার হিস্ট্রি থাকলে।
এই পরীক্ষাটি প্রেগন্যান্সির ৩৪ সপ্তাহ থেকে শুরু করে যেকোন সময়ে করা যায়।
ডাঃ নুসরাত জাহান, সহযোগী আধ্যাপক (অবস-গাইনি),
চেম্বার: ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব,
(১২/১, রিং-রোড, শ্যামলী, ঢাকা-১২০৭)
সিরিয়ালের জন্য ফোনঃ- +8801997702001, +8801997702002,
09666774411, 029101369, 0258154875