১১ নতুন ডেঙ্গু রোগীর সন্ধান, সনাক্ত ৭২৩

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

১১ নতুন ডেঙ্গু রোগীর সন্ধান, সনাক্ত ৭২৩

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ১১ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে সাতক্ষীরায় রবিবার পর্যন্ত মোট ৭২৩ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৫১৪ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ১৬৩ জনকে।

আক্রান্তদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শছখ আবু শাহিন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে ৫১০ জন স্থানীয় ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তিনি এ সময় মশার কামড় থেকে দূর থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশ পাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিস পত্র বোতল, নারকেল খোসা, টায়ারসহ অন্যান্য জিনিস পত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ডেঙ্গু আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য বেশী খাবার পরামর্শ দেন। মেডিকেলবিডি/এএনবি/ ২২ সেপ্টেম্বর, ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

6 + eleven =