বীণা উত্তেজনায় বীর্য ক্ষয়রোধে

পোস্ট টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

বীণা উত্তেজনায় বীর্য ক্ষয়রোধে

আমার পূর্বে হস্তমৈথুনের অভ্যাস ছিলো, কিন্তু বর্তমানে সেটা নেই। এখন ৩-৪ দিন পর পর স্বপ্নদোষ হয় এবং কিছুক্ষন পর পর লিঙ্গ থেকে আঠালো রস বের হয়। কোন বিষয় নিয়ে উত্তেজনা ফিল করলেও এটা বের হয়। অথচ আমি কোন যৌন চিন্তা করি না। এটা বের হলে শরীর অনেক দুর্বল লাগে। এখন আমার কি করা উচিত? কোন মেডিসিন কি আছে ?? সমস্যাটা প্রায় ৫ মাসের হবে।

Please Subscribe Us!

ঘন ঘন স্বপ্নদোষ বা প্রসাবের সাথে ধাতু ক্ষয় হয়। এটি একটি  যৌন রোগ।  ভালো চিকিৎসা নিন এটি ভালো হয়ে যাবে। ক্ষয় রোগ বিভিন্ন কারনে হতে পারে। তার মধ্যে হস্তমৈথুন একটি। একবার ক্ষয় রোগ দেখা দিলে অবশ্যই তার চিকৎসা নেওয়া প্রয়োজন এবং সাথে হস্তমৈথুন  বন্ধ করে দিতে হবে।

চিকিৎসা না করলে যে কোন সময় বড় ধরনের সমস্যায় পড়তে হবে।  তখন শুধুই আফসোস করতে হবে। শুরুতে ভালো চিকিৎসা নিলে এটা স্বাভাবিক হয়ে যায়। প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হবে।

এটাতে বীর্য আসে না এটা বিভিন্ন গ্রন্থির ক্ষরণ। তবে এটা শুধু সহবাসের সময় ই হওয়া স্বাভাবিক অন্য সময় হলে এটার জন্য তো শরীর দুর্বল হবেই। এমনকি এটা বেশী দিন থাকলে অনান্য অসুখও দেখা দিতে পারে। একজন ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Please Subscribe Us!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

5 + 1 =